দেবীগঞ্জে নিখোজের ১দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার


সিনিয়র রিপোর্টারঃ  দেবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সৌরভ ইসলাম (১৭ ) এর মৃতদেহ রবিবার বিকেলে দেবীগঞ্জ করতোয়া নদীর শেষ সীমানায় টোপকাচারী ঘাট থেকে উদ্ধার করা হয়েছে। সে রফিকুল ইসলামের ছেলে, বাড়ি দেবীগঞ্জ মিস্ত্রিপাড়ায়।  

ঘটনায় জানা গেছে, গতকাল শনিবার দুপুরে সৌরভ ও তার কয়েকজন  বন্ধু সহ করতোয়া নদীর চরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা  নদীতে গোসল করতে নামে। দুই বন্ধু সাতার দিয়ে উঠলেও সৌরভ উঠতে পারে নাই। নদীর প্রবল শ্রোত সৌরভকে দুরে ভেসে নিয়ে যায়।  ডোমার থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ও রংপুর থেকে ডুবরী এনে রাত ১০টা পর্যন্ত  উদ্ধার কাজে অংশ নিয়ে সৌরভকে উদ্ধারে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিস পরের দিন অর্থাৎ রবিবার সকাল থেকে আবারও নদীতে উদ্ধার কাজ পরিচালনা করে এবং বিকেলে টোপকাচারী ঘাট থেকে লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন উক্ত ঘাটে গিয়ে  সৌরভের লাশ সনাক্ত করে। দেবীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ রবিউল হাসান সরকার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


পুরোনো সংবাদ

পঞ্চগড় 2470956455250658637

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item