নীলফামারীতে নতুন করে ৬জন কোভিড আক্রান্ত


নীলফামারী প্রতিনিধি- নীলফামারী জেলায় নতুন করে ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ শুক্রবার(৭ আগষ্ট/২০২০) রাত ৯টায় সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে ৬জনের পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্ত ৬জন হলেন ডোমার উপজেলার ৩ জন যথাক্রমে পুর্ববোড়াগাড়ী সবুজপাড়ার হারুন(৪০),মিরজাগঞ্জ ময়দানপাড়ার ময়নুল হক(৩৪), ভোগডাবুড়ি চিলাহাটি বাজার মহল্লার সাথী(৩৮)। জলঢাকা উপজেলার দুইজন হলো দুন্দিবাড়ি গ্রামের রায়হানুল হক(১৯), মমিনুর রহমান(২২) ও ডিমলা উপজেলার মেডিকেল মোড় গ্রামের জহরুল হক(৫৩)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই নিয়ে মোট কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬৯৩। এর মধ্যে সদরে ৩১৯ জন, ডোমার উপজেলায় ৬৪ জন, ডিমলা উপজেলায় ৬৮ জন, জলঢাকা উপজেলায় ১০৬ জন, কিশোরীগঞ্জ উপজেলায় ৪৩ জন ও সৈয়দপুর উপজেলায় ৯৩ জন রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৩২ জন, মারা গেছেন ২ নারীসহ ৯ জন।

পুরোনো সংবাদ

হাইলাইটস 8769537246557220505

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item