করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৭৪৭

অনলাইন ডেস্ক

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ৩ হাজার ৭৮১ জন। 

একই সময়ে ১৪ হাজার ৬৭৮ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭৪৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো ২ লাখ ৮৫ হাজার ০৯১ জনের। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭ জনের।


 আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৩ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ১৪ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।

মারা যাওয়া ৪১ জনের মধ্যে ৩৪ জন পুরুষ, ৭ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৮ জন, বাড়িতে ৩ জন। 

বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১-৪০ বছরের ১ জন, ৪১-৫০ বছরের ৫ জন, ৫১-৬০ বছরের ১১ জন ও ৬০ বছরের বেশি ২৪ জন।

সবচেয়ে বেশি ২১ জন মারা গেছেন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন। 

এ সময়ে টানা দ্বিতীয় দিন কোভিড-১৯ রোগে সিলেট বিভাগে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

পুরোনো সংবাদ

প্রধান খবর 3990968858415994037

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item