করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৭৪৭
অনলাইন ডেস্ক
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ৩ হাজার ৭৮১ জন।
একই সময়ে ১৪ হাজার ৬৭৮ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭৪৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো ২ লাখ ৮৫ হাজার ০৯১ জনের। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭ জনের।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৩ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ১৪ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।
মারা যাওয়া ৪১ জনের মধ্যে ৩৪ জন পুরুষ, ৭ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৮ জন, বাড়িতে ৩ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১-৪০ বছরের ১ জন, ৪১-৫০ বছরের ৫ জন, ৫১-৬০ বছরের ১১ জন ও ৬০ বছরের বেশি ২৪ জন।
সবচেয়ে বেশি ২১ জন মারা গেছেন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন।
এ সময়ে টানা দ্বিতীয় দিন কোভিড-১৯ রোগে সিলেট বিভাগে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।