কুড়িগ্রামে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো বৃদ্ধের
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদরের কুড়িগ্রাম-রংপুর সড়কের কাঁঠালবাড়ি বাজার এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ৮জন।
বুধবার (১২ আগস্ট) সকালে কুড়িগ্রাম -রংপুর সড়কের কাঁঠালবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শামছুল হক (৫০) তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার মালতিবাড়ি বাড়াই বাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আর আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, কুড়িগ্রাম সদরের কাঠাঁলবাড়ির মিনা বাজারের নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন এলাকায়, সকালের দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা অজয় পরিবহনের একটি বাসের সাথে ঢাকা থেকে কুড়িগ্রামগামী আহসান পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর স্থানীয়রা ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মোঃ আনোয়ারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।