কালীগঞ্জে বাই সাইকেল পেল ৫২ শিক্ষার্থী
লালমনিরহাট প্রতিনিধিঃ-
আমাদের সমাজে বাল্যবিবাহ, মাদক সহ সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে প্রয়োজন মানুষের সচেতনতা ও শিক্ষা বলে মন্তব্য করেছেন লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সফল ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
১৩ আগস্ট (বৃহস্পতিবার)দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এডিবির অর্থায়নে ৫২ জন অসহায় ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে ১৬৯ জোড়া বেন্ঞ্চ বিতরণ ও বন বিভাগের আওতায় মুজিব বর্ষ উপলক্ষে আট হাজার চারাগাছ বিতরণ কালে একথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান বুলেট, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কমল কৃষ্ণ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান, চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু সহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আঃ লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এ সময় শিক্ষার্থীরা জানান, আগে আমরা স্কুল কলেজ যেতে অনেক অসুবিধা হত। তবে উপজেলা চেয়ারম্যানের এ উদ্দ্যেগের কারনে আর কোন অসুবিধা হবে না। আমরা এখন নিয়মিত স্কুল ও কলেজে যেতে পারব। এজন্য আমরা উপজেলা চেয়ারম্যান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।