সৈয়দপুরের তছির উদ্দিন দারুস্ সালাম হাফিজিয়া মাদ্রাসার ভবনের উদ্বোধন


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে তছির উদ্দিন দারুস্ সালাম হাফিজিয়া মাদরাসা ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর এলাকায় ওই মাদারাসা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন।
 এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমান।
 আমন্ত্রিত অতিথি ছিলেন সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম আল -জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম রুহুল ইসলাম মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ হারুন রেয়াজী এবং রংপুর জুম্মাপাড়া মাদ্রাসা উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মো. আব্দুল ওয়াদুদ।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. তছির উদ্দিন সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাদ্রাসার কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, কিসামত কামারপুকুর কলিমিয়া জামে মসজিদে সভাপতি মো. আশরাফুল আলম প্রম‚খ। গোটা উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাফেজ মো. নুর মোহাম্মদ।
শেষে প্রধান অতিথি নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন ফিতা কেটে মাদরাসা ভবনের শুভ উদ্বোধন করেন।
 মাদরাসা উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত. কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর এলাকার বিশিষ্ট সমাজসেবক,শিক্ষাণুরাগী ও দানশীল মো. তছির উদ্দিন সরকারের দানকৃত জায়গায় তাঁরই নামে ওই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।                                   

পুরোনো সংবাদ

নীলফামারী 1631911397998028266

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item