সৈয়দপুরে কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের মাঝে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ২০২০-২০২১ অর্থবছরে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসল উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সৈয়দপুর প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল ওই বীজ ও সার বিতরণ করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেন।
 এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ শাহিনা বেগম। 
কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মমতা রাণী সাহা’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সানী খান মজলিস. উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল-মিজানুর রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মো. মাহ্বুবার রহমানসহ কৃষি অধিদফতরের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। 
 ওই দিন উপজেলার ১০ জন কৃষকের মাঝে ১০ বিঘা জমির জন্য বিনামুল্যে মাসকলাই এর বীজ ও সার দেয়া হয়েছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। 

পুরোনো সংবাদ

নীলফামারী 3556091748169515501

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item