সৈয়দপুরে বাবার অভিযোগে মাদকসেবনের দায়ে অবাধ্য এক ছেলের কারাদন্ড ও অর্থদন্ড


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে বাবার অভিযোগে মাদকসেবনের দায়ে অবাধ্য ছেলে সারোয়ার হুসেন আশিককে (২৫) ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই শত টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যামান আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ ওই দন্ডাদেশ প্রদান করেন।
 থানায় দেওয়া অভিযোগে জানা গেছে, সৈয়দপুর শহরের নয়াবাজার এলাকার মো. নিজামুদ্দিনের পুত্র সারোয়ার হুসেন আশিক (২৫) এবং পুত্রবধূ রাফিয়া সুলতানা বর্ষা (২০)। বাবা-মায়ের একজন অবাধ্য সন্তান সারোয়ার হুসেন আশিক এবং তারা স্বামী-স্ত্রী উভয়ে মাদকসেবী। সে (আশিক) প্রায় সময় বাবা-মায়ের কাছে মাদকসেবনের জন্য টাকা দাবি করে নানা রকম চাপ প্রয়োগ করাসহ বিভিন্ন হুমকিধমকি দিয়ে আসছিল। ঘটনার দিন গত ২ আগষ্ট পুত্র আশিক ও পুত্রবধূ উভয়েই আবারও বাবা নিজামুদ্দিনের কাছে ১০ হাজার টাকা দাবি করে বসে। আর ওই টাকা নিয়ে ছেলে আশিক মাদকসেবন করবে বিষয়টি বাবা নিজামুদ্দিন বুঝতে পেরে তাকে টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে মাদকসেবী ছেলে সারোয়ার হুসেন আশিক বাবা ওপর চরম ক্ষিপ্ত হয়ে উঠে। এর এক পর্যায়ে সে মা-বাবা ও এক ভাইয়ের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কিলঘুষি মারে। এ সময় আশিক ও তাঁর স্ত্রী বর্ষা বাড়ির বার্থরুমে থাকা ৫০ হাজার টাকা মূল্যের একটি ওয়াশিংমেশিন ভাঙচুর করে। পরবর্তীতে মাদকসেবী আশিক তাঁর ভাই আফছার আলীর পাল্সার ১৫০ সিসি’র একটি মোটরসাইকেল ( নম্বর: নীলফামারী - ল- ১১-২০৯৪) নিয়ে সটকে পড়েন। এ ঘটনায় নিরূপায় হয়ে অসহায় বাবা মো. নিজামুদ্দিন তাঁর অবাধ্য ও মাদকসেবী ছেলে সারোয়ার হুসেন আশিক ও ছেলের বউ (পুত্রবধূ) রাফিয়া সুলতানা বর্ষার বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এ অভিযোগে ভিত্তিতে আজ বৃহস্পতিবার সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খালেদ ফিরোজ নয়নের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা বাবা-মায়ের অবাধ্য ও মাদকসেবী সারোয়ার হুসেন আশিককে নয়াবাজার এলাকা থেকে মাদকসেবন অবস্থায় হাতেনাতে আটক করেন। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকসেবনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং দুই শত টাকা অর্থদন্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ ভ্রাম্যমান আদালতে ওই দন্ডাদেশ দেন।
 সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান ভ্রাম্যমান আদালতে মাদকসেবী সারোয়ার হুসেন আশিকের সাজার বিষয়টি নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4031649038078978021

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item