নবাবগঞ্জে ৩৮ তম বিসিএস-এ সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা জানালেন এএসপি মিথুন সরকার
https://www.obolokon24.com/2020/08/Bcs.html
বৃহস্পতিবার দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার চার জন আগত ৩৮ তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নবাবগঞ্জ (বিরামপুর) সার্কেল এএসপি মিথুন সরকার উপজেলার চার জনকে ৩৮ তম সুপারিশপ্রাপ্তদের বাসায় গিয়ে সংবর্ধনা জানান।
বিরামপুর সার্কেল এএসপি মিথুন সরকার জানান,
প্রত্যন্ত গ্রামের ছেলেরা মেধার জোরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং মেধাবীদের মধ্যে নিজের জায়গা করে নিচ্ছে। ৩৮ তম বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত চারজন সেই রকম মেধাবীদের বাসায় পুলিশ ভেরিফিকেশনের সুবাদে যাওয়ার সুযোগ হয়েছিল। প্রত্যেকের বাসা প্রত্যন্ত গ্রামে। নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে কোন রকম আধুনিক সুযোগ সুবিধা ছাড়াই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় ও রাজশাহী বিশ্ব বিদ্যালয় এ চান্স পেয়েছে এবং পড়াশুনা শেষ হওয়ার সাথে সাথে বিসিএস-এ উত্তীর্ণ হয়ে নিজেদের মেধার পরিচয় দিয়েছেন।আমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
৩৮তম বিসিএস-এ সুপারিশ প্রাপ্ত উপজেলার চারজন তারা হলেন
জাহিদ সুলতান লিখন(জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়), শিক্ষা ক্যাডার, ৩৮ তম বিসিএস, রঘুনাথপুর, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোঃ দুলাল হোসেন(জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়), প্রসাশন ক্যাডার, ৩৮ তম বিসিএস, মহেশপুর, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোঃ দেলোয়ার হোসেন(রাজশাহী বিশ্ব বিদ্যালয়), কৃষি ক্যাডার, ৩৮ তম বিসিএস, দারিয়া, নবাবগঞ্জ, দিনাজপুর।
সাব্বির আহম্মেদ (ঢাকা বিশ্ব বিদ্যালয়),শিক্ষা ক্যাডার, ৩৮ তম বিসিএস, আন্দোলগ্রাম, নবাবগঞ্জ, দিনাজপুর।