কিশোরগঞ্জে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু
https://www.obolokon24.com/2020/07/w_28.html
কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মুশকিরাত আক্তার নিঝুম (১৯) নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই ছাত্রী কিশোরগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিন রাজিব গ্রামের গোলাম মর্তুজার মেয়ে। রবিবার রাত আটটার দিকে কিশোরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করেছেন।
নিহতের পারিবারিক সুত্রে এবং কিশোরগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা গেছে, ছিট রাজিব গ্রামের গোলাম মর্তুজার বড় মেয়ে মুশকিরাত আক্তার নিঝুম নীলফামারী সরকারী মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের রাষ্টবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। সে কলেজের হোস্টেলে থেকে পড়াশুনা করতো। কিন্তু সারা বিশ্ব ব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় সে বাড়িতে এসে বাবা মায়ের সাথে ছিল। ঘটনার দিন গত রবিবার নিঝুম দুপুরের খাবার শেষে বাড়ির পাশে বাগানে হাঁটতে যায়। দীর্ঘ সময় সে বাড়িতে ফিরে না আসায় বাড়ির আশপাশে খোঁজাখুজি শুরু হলে বিকালে পুকুরে তার লাশ ভেসে উঠে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদের সাথে কথা বললে তিনি বলেন, নিঝুমের মুত্যু রহস্যজনক তাই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।