হরিপুরে জামুন বহুমুখী সেবা সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন

জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জামুন বহুমুখী সেবা সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন কমসৃচী পালন শুরু হয়েছে।
গত ৮জুলাই বুধবার সকাল ১১টার সময় জামুন হাজী নৈমউদ্দীন দাখিল মাদ্রাসা মাঠে বহুমুখী সেবা সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বৃক্ষ রোপন কর্মসৃচীর শুভউদ্বোধন করেন হরিপুর উপজেলা নিবার্হী অফিসার আব্দুল করিম, কয়েকদিনের এ বৃক্ষ রোপন কর্মসৃচী চলবে ১৩জুলাই পর্যন্ত।
এসময় উপস্থিত ছিলেন, জামুন বহুমুখী সেবা সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব হবিবর চৌধুরী, মাদ্রাসা সভাপতি আলহাজ্ব ইব্রাহিম চৌধুরী, মাদ্রাসা সুপার আঃ বাসেদ আনসারী, ইউপি সদস্য জাকির আলম, হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রশিদ, জমিদাতা ডা. সামাউন চৌধুরী, লতিফ চৌধুরী, প্রতিষ্ঠাতা ও উদ্দোক্তা জামিল চৌধুরী, আব্দুল রাজ্জাক চৌধুরী, সাধারন সম্পাদক জবেদ আলীসহ অত্র সংগঠনের বিভিন্ন পদধারী সদস্য ও সাধারন সদস্য বৃন্দ। 
সভাপতি জানান, গত তিন বছর ধরে আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিবছরের মতো এবারও ৩শ বৃক্ষ রোপন করা হবে। গাছগুলোর মধ্যে রয়েছে কাঁঠাল গাছ, আম গাছ, পেয়ারা (বিলাতি-সবরী) গাঁছ ও মেগুণী গাছ। আমগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে এইসব গাছ রোপন করা হবে। 
মহান এই উদ্দোগ্যে স্বাগত জানিয়েছেন আমগাঁও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার ব্যাক্তিবর্গ।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 3212130063992561464

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item