সৈয়দপুরে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু
https://www.obolokon24.com/2020/07/saidpur_48.html
নীলফামারীর সৈয়দপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দিনাজপুর এম এ রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর নাম আমিরুজ্জামান জানা গেছে, নীলফামারী সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া হাজিকলোনী এলাকায় আমিরুজ্জামান (৫১)। তিনি গত ৩০ জুন হার্ট ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে দিনাজপুর এম এ রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১ জুলাই তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। ৩ জুলাই তাঁর করোনা নমুনার পজেটিভ ফলাফল আসে। আর গতকাল রবিরাব হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরে দিনাজপুর কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক স্বাস্থ্যবিধি অনুযায়ী সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।