সৈয়দপুরে বিএমটিপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
https://www.obolokon24.com/2020/07/saidpur_38.html
বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের মধ্যদিয়ে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ (বিইএমটিপি) এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা শাখা।
সৈয়দপুর উপজেলার পুরাতন বাবুপাড়াস্থ ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারে রোববার (২৬ জুলাই) রাতে কেক কাটার মধ্য দিয়ে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
সামাজিক দুরুত্ব বজায় রেখে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমটিপির নীলফামারী জেলা শাখার সভাপতি আলতামাস আরেফিন (শুভ)।
অনুষ্ঠানে পরিষদের সহ-সভাপতি সজল রায় ও ইজহার ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. শরিফুল হকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মেডিকেল টেকনোলজিষ্টদের সংগঠন মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ (বিইএমটিপি) এর সভাপতি আলতামাস আরেফিন শুভ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাযুদ্ধে প্রথম সারিতে থেকে আমরা যুদ্ধ করে যাচ্ছি। সততার সাথে রোগ নির্ণয়ে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে এলাকার শতাধিক মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।