পাগলাপীরে সড়কের কাজের উদ্বোধন
https://www.obolokon24.com/2020/07/rangpur_6.html
হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর ঃ রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গোকুলপুর মন্ডলপাড়ায় মোকছেদ সরকারের বাড়ির সামনে হতে ধান ব্যবসায়ী মোকতাবুল এর বাড়ির সামনে পর্যন্ত সাড়ে ৫’শ ফিট সড়কের সলিং এর কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ই জুলাই) দুপুর দেড় টায় সদর উপজেলার চেয়ারম্যান নাছিমা জামান ববি ও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন উক্ত সড়কের সলিং এর কাজ শুভ উদ্বোধন করেন । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রঞ্জিনা আক্তার আদুরী, আওয়ামীলীগ সদর উপজেলার কার্যনিবাহী কমিটির সদস্য শিক্ষানুরাগী কাজল মিয়া, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রেজ্জাকুন নাসির খোকন, পাগলাপীর বাসষ্টান্ড উপ-কমিটির সম্পাদক রহিদুল ইসলাম অহেদুল, পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিম, প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ এর সত্বাধীকারী রিয়াদ হোসেন সহ স্থানীয় বিশিষ্ট জনরা । উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অত্র হরিদেবপুর ইউনিয়নের সু-যোগ্য চেয়ারম্যান ও উন্নয়নের রুপকার মোঃ ইকবাল হোসেন বলেন আগামী যে কোন বরাদ্দ এলে বাকি কাজটুকু সম্পন্ন হবে। প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলার চেয়ারম্যান নাছিমা জামান ববি বলেন, নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম পাড়া মহল্লা সহ ইউনিয়নের জনগনকে কাঁদামুক্ত করব। আশাকরি সেটা চেয়ারম্যান ইকবাল হোসেন সহ করতে পেরেছি। তবে সলিং এর কাজ শেষ হলে আগামী বাজেটের পর কার্পেটিং এর কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি।