পাগলাপীর অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বাবলম্বী করার লক্ষ্যে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ শুভ উদ্বোধন

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ
রংপুর সদর উপজেলার পাগলাপীরের দেবীপুরে ঐতিহ্যবাহী পাগলাপীর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের স্বাবলম্বী করার লক্ষ্যে রংপুর পুলিশ সুপারের সেলাই মেশিন উপহার ও দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। আজ শনিবার (৪ঠা জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয় হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত সেলাই মেশিন উপহার ও দর্জি বিজ্ঞান প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, প্রতিবন্ধীরাও আমাদের মতো মানুষ, সমাজের অন্য দশ জনের মতো তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইসব প্রতিবন্ধীদের পূনঃবাসনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাই প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন (সার্কেল-এ-রংপুর), কোতয়ালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম সাজেদুল ইসলাম। পাগলাপীর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বিশিষ্ট্য সমাজসেবক, শিক্ষানুরাগী ও উদ্যোক্তা মোঃ উমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মোছাঃ মোতমাইন্না বেগম, সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম, শিমুল ইসলাম, আব্দুল হান্নান ও অফিস সহকারী সুজাল। এর আগে প্রধান অতিথী পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার পাগলাপীর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ১০টি সিঙ্গার কোম্পানীর সেলাই মেশিন উপহার প্রদান করেন। 

পুরোনো সংবাদ

রংপুর 7614315025710067094

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item