পাগলাপীরের গঞ্জিপুরে সিএনজি উল্টে চালক নিহত ও সাত যাত্রী আহত
https://www.obolokon24.com/2020/07/rangpur_4.html
হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ রংপুরের পাগলাপীরের অদূরে খলেয়া গঞ্জিপুর বাজার নামক স্থানে সিএনজি উল্টে মহিদুল ইসলাম(৫৫) নামে এক চালক নিহত এবং সাত যাত্রী গুরুতর জখম হয়েছেন। বর্তমানে আহত যাত্রীরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার ৩রা জুলাই দুপুর আড়াইটায় পাগলাপীর-ডালিয়া- বুড়িমারী সড়কের পাগলাপীরের অদূরে খলেয়া গঞ্জিপুর বাজারে স্থানীয় শ্রমিক সংগঠন কার্যালয়ের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে। নিহত সিএনজি চালক মহিদুল ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বিন্নাকুড়ী গ্রামের বাসিন্দা এবং দুই ছেলে দুই মেয়ের জনক তিনি। প্রত্যক্ষদর্শী খলেয়া গঞ্জিপুরের শ্রমিক নেতা আনাম, চান মিয়া ও আতশসহ স্থানীয় বিভিন্ন মহল জানান, দূর্ঘটনার শিকার মহিদুল ইসলাম পাগলাপীর বন্দর হতে যাত্রী নিয়ে অতিরিক্ত স্পিডে জলঢাকা যাওয়ার পথে উক্ত স্থানে একটি কুকুরের গায়ে লেগে স্লিপ করে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সিএনজি গাড়ীটি উল্টে যায়। এ ঘটনায় চালকসহ যাত্রীরা পাকা সড়কে ছিঁটকে পরে মাথা ফেঁটে যায়। আবার কারও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে গুরুতর জখম হন। তবে চালক গাড়ীর নিচে চাপা পরে যাওয়ায় মাথা ও বুকে প্রচন্ড আঘাত পেয়ে নাক-মুখ দিয়ে রক্ত বের হলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে হাইওয়ে তারাগঞ্জ থানা পুলিশকে তদন্ত করতে দেখা গেছে।