র‌্যাব-১৩ নীলফামারীর অভিযানে একশ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি॥
র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর অভিযানে একশ বোতল ফেন্সিডিল সহ জামিরুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার(২৬ জুলাই/২০২০) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার আ. ন. ম. ইমরান খান। 
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(২৫ জুলাই/২০২০) রাত ১০ টা ৪৫ মিনিটে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা টু দাউদপুর-মাধুপুর কামারপাড়া মোড় হেয়ারিং রোডের উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় মোটরসাইকেলে আসা জামিরুল ইসলামকে থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে তার গাড়িতে থাকা একটি ব্যাগে একশ বোতল ফেন্সিডিল উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও এলাকার সাধারণ মানুষদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বিরামপুর থানাসহ আশে পাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক ব্যবসায়ী জামিরুল একই উপজেলার জোতবানী ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। আজ রবিবার সকালে উক্ত মাদক ব্যবসায়ীর নামে বিরামপুর থানায় মামলা করে হস্তান্তর করা হয়। # 

পুরোনো সংবাদ

নীলফামারী 2077208849666049568

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item