পঞ্চগড়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা
https://www.obolokon24.com/2020/07/panchagar_28.html
পঞ্চগড়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২৭ জুলাই সদর উপজেলার জালাসী বাজার ও সদর বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
এ সময় মুদি ও মসলার দোকান, ফার্মেসি ও সবজির দোকান এবং খোলা লবণের গুদাম তদারকি করা হয়। ব্যবসায়ীদের রশিদ যাচাই ও মূল্য তালিকা সর্বদা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদ করার নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার জন্য নির্দেশনা দেয়া হয়। এ সময় ২টি ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ পণ্যের জন্য, ২টি মুদি দোকানকে মূল্য তালিকা না রাখা ও মেয়াদউত্তীর্ণ পণ্য রাখা, ২টি মশলার দোকানে মূল্য তালিকা ও ক্রয়রশিদ না রাখার দায়ে এবং একটি গুদামে মেয়াদউত্তীর্ণ সাবান রাখার দায়ে মোট ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার অনুরোধ করা। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, মেয়াদউত্তীর্ণ সাবান রাখার দায়ে মোট ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।