পঞ্চগড়ে সবুজ পরিবেশ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও চারা গাছ বিতরন
https://www.obolokon24.com/2020/07/panchagar_18.html
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পঞ্চগড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে সবুজ পরিবেশ আন্দোলন নামে একটি সামাজিক সংগঠন। এসময় শতাধিক মানুষের মাঝে বিভিন্ন ফল,কাঠ ও ওষুধি বৃক্ষের চারা বিতরন করেন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে পঞ্চগড় শহরের দারিদ্র কল্যাণ সংস্থা প্রতিবন্ধী সেবা কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন, সবুজ পরিবেশ আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও পঞ্চগড় পৌর কাউন্সিলর কে.এ দিলখুশা প্রধান বিপ্লবী।
এসময় উপস্থিত ছিলেন, সবুজ পরিবেশ আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহজালাল, সহ-সভাপতি কে.বি.এম ইমরান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম (সূর্য), পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল করিম (রেজা) প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান সংগঠনটির সভাপতি কে,এ দিলখুশা প্রধান বিপ্লবী বলেন এ মাসের মধ্যে প্রতিটি উপজেলা পর্যায়ে চারা গাছ বিতরন কর্মসূচি পালন করা হবে।