লালমনিরহাটে গাঁজার গাছসহ আটক -১

নূর আলমগীর অনু, লালমনিরহাটঃ-
লালমনিরহাটের কালীগঞ্জে গাঁজার গাছসহ একজনকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ।

আটককৃত ব্যক্তি উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের মৃত আব্দুল আজিজের পুত্র আব্দুল বারেক(৬০)

৮ জুলাই (বুধবার) বিকেল ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি হতে আটক করা হয়েছে। 

সরেজমিনে দেখা গেছে, আটককৃত আব্দুল বারেক তার নিজ বাড়ির উত্তরে একটি সবজ্বি ক্ষেতে এ গাঁজার গাছ চাষ করেন। গাছটি সবজ্বি ক্ষেতে হওয়ার সুবাদে আশপাশের লোকজনের তেমন নজরে পড়ত না। কালীগন্জ থানার অফিসার্স ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনের মাদক বিরোধী দিক নির্দেশনায় গোপনে গাছটি ভিডিও করা হয়েছিল। তথ্য নিশ্চিত হলে  কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসানের নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা কালে গাঁজার গাছসহ একজনকে আটক করেছে।
আটককৃত ব্যক্তির  বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 

 এ ঘটনায় ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে গাছসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে উক্ত ব্যক্তিকে গাঁজার গাছসহ আটক করা হয়েছে।

পুরোনো সংবাদ

লালমনিরহাট 187233671529662312

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item