জিবিকে’র উদ্যোগে সপ্তাহব্যাপী কারিগরী প্রশিক্ষন অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2020/07/kurigram_88.html
দিনাজপুরের পার্বতীপুরে দলিত ও আদিবাসী যুবকদের নিয়ে প্রাণী প্রতিপালন ও চিকিৎসা বিষয়ক কারিগরী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। আলো প্রকল্পের আওতায় হেকস্-ইপার সুইজারল্যান্ড এর সহযোগীতায় এ প্রশিক্ষনের আয়োজন করে বে-সরকারী উন্নয়ন সংস্থ্যা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে)। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার মনমথপুর আইডিয়াল ডিগ্রী কলেজ হলর”মে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় গত ২১ জুলাই থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ। পরিক্ষার মধ্য দিয়ে অংশগ্রহণকারী ছয় শিক্ষার্থীর মাঝে সনদ, কীট বক্স, ডিজিটাল থার্মোমিটার, ফ্লাক্স, ব্যাগ, পিপিইসহ প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে গ্রাম বিকাশ কেন্দ্র’র ডিএসডি সারা মারান্ডি, আলো প্রকল্পের পিএম মো. নুরে আলম সিদ্দিকী নিউটন, পিএম চঅঈঊ ্ ঝঅচ মো. লিয়াকত আলী, পিএম গ ্ উ মো.শরিফুল ইসলাম, জিবিকে আলো প্রকল্পের এমডিএম মো. মাহমুদ কবির, এমডিও মো. সফিকুল ইসলাম, উপজেলা ম্যানেজার নাদিরা আক্তার ও সিডিএফ শাহানা পারভীন উপস্থিত ছিলেন ।