কুড়িগ্রামে সাড়ে ২৭ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ আটক-২
https://www.obolokon24.com/2020/07/kurigram_22.html
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা ব্রীজ এলাকায় চেক পোষ্টে মাছের পোনাবাহী একটি পিকাপ ভ্যানে করে বিশেষ কায়দায় ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা বহন করে নিয়ে যাওয়ার সময় ২ জনকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশ। বুধবার (২২ জুলাই) সকালে ধরলা ব্রীজ এলাকায় পিকাপ ভ্যানটিসহ তাদেরকে আটক করা হয়।আটকৃতরা হলেন নাটোর জেলার সিংড়া উপজেলার আসাদুজ্জামান (৩৫) ও রবিউল ইসলাম (২০) নামের দুজনসহ পিকাপ ভ্যানটিকে আটক করা হয়।
পুলিশ জানায়, চলমান মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ধরলা ব্রীজ এলাকা হতে পোনা মাছের পিকাপে বিশেষ কায়দায় ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আই
নে মামলা হয়েছে। তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।