জলঢাকায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ৩ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের ফলে নীলফামারীর জলঢাকা উপজেলায় ক্ষতিগ্রস্ত ৩ শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) সকালে এনজিও অভিনন্দন সমাজকল্যাণ সংস্থার উদ্দ্যোগে কানাডিয়ান দাতা সংস্থা সিসটার্স এ্যাকরোস ওস্যানের সহযোগিতায় উপজেলা কৈমারী, শৌলমারী, খুটামারা, কাঁঠালী ইউনিয়ন  ও জলঢাকা পৌরসভার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরন করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাঞ্চন চন্দ্র রায়। এসময় উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য কর্মকর্তা মিলন সরকার, আরজিনা বেগম ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সংস্থার নির্বাহী পরিচালক কাঞ্চন রায় জানান, কানাডিয়ান সংস্থার কর্মকর্তা তেরেসা অন্তরা গোমেজ ম্যাডামের আন্তরিকতায় উপজেলার ৩ শত দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি করে আলু  লবন, তেল এবং  দুুুটি সাবান ও ১ টি করে মাস্ক বিতরন করা হয়। তিনি আরো জানান, গতকাল শনিবার ও আজ রবিবার দুইদিন এই ত্রান সামগ্রী এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে বিতরন করা হয়। এছাড়াও তিনি চলমান বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়াতে সমাজের বৃত্তবানদের আহবান জানান।   

পুরোনো সংবাদ

নীলফামারী 1362036540516871280

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item