জলঢাকায় ৪ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের গনিত ও ইংরেজি বিষয়ের শিক্ষকদের ৪ দিনব্যাপী দক্ষতা ও উন্নয়নমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার অনির্বান বিদ্যালয় হলরুমে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিকের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, উপজেলা পরিচালন ও উন্নয়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, অনির্বান স্কুলের সভাপতি আমজাদ হোসেন চৌধুরী ও প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক বলেন, মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের ইংরেজি ও গনিত বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে উপজেলা পরিষদের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণে দুই ব্যাচে ৮০ জন শিক্ষক অংশগ্রহণ করছে। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3421709008149523310

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item