ডিমলায় তিস্তা ব্যারেজ ব্যটালিয়ান-১ স্থাপনে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ


ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর সোনাখুলী মৌজায় “তিস্তা ব্যারেজ ব্যটালিয়ান-১ স্থাপন” এর জন্য ২০ একর ভূমি অধিগ্রহনের ফলে উক্ত এলাকার ক্ষতিগ্রস্থদের মাঝে প্রত্যাশী সংস্থা ও স্থানীয় জনপ্রতিনিধিগনের উপস্থিতিতে এল এ চেক বিতরণ করা হয়।

সোমবার (৬ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ মানুষদের মধ্যে চেক বিতরণ করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, রংপুর ব্যাটালিয়ান (৫১ বিজিবি) পিএসসি  অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ ওসি মফিজ উদ্দিন শেখ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও ১০ ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ, সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা সীমান্ত সহ পুরো উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষায়, আইন প্রয়োগকারী পুলিশ প্রশাসন ও বিজিবিকে গরু, মাদক সহ সকল ধরনের চোরাকারবারী ঠেকানো এবং বন্যা, করোনা ভাইরাস রোধ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সাধারণ জনগনের পাশে থাকার পরামর্শ মূলক দিক নির্দেশনা প্রদান করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 1744573131080813256

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item