কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
https://www.obolokon24.com/2020/07/dinajpur_72.html
কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে। নিহত নারীর নাম জহুরা বেগম(৫৫)। তিনি ওই এলাকার বয়জার আলীর স্ত্রী।
এলাকাবাসী জানান, রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জহুরা বেগম নিজ বাড়ীতে রাইস কুকারে রান্না করতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফজিলাতুন্নেছা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।