ডোমারে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার বিতরণ
https://www.obolokon24.com/2020/07/d_22.html
এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমারে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কেতকীবাড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩০০ প্রান্তিক কৃষকদের মাঝে টিএসপি ও এমওপি সার বিতরণ করা হয়। প্রতি কৃষককে ৮ কেজি করে সার প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু, ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত ৩ মহিলা সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রান্তিক কৃষকদের উদ্দেশ্যে পাট উন্নয়ন কর্মকর্তা ও চেয়ারম্যান সংক্ষিপ্ত আলোচনায় বলেন,“দেশের এই করোনা ভাইরাসের পরিস্থিতিতে দেশের মানুষ এখন এক দূর্বিষহ সময় কাটাচ্ছে। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি রয়েছে গ্রামাঞ্চলের প্রান্তিক চাষীদের উপর। তারেই নির্দেশে আজকের এই ৩০০ কৃষকের মধ্যে সার বিতরণ করা হলো। আগামীতে কৃষকদের মধ্যে বিভিন্ন উন্নতমানের সার ও বীজ বিতরণ অব্যাহত থাকবে”।////