নীলফামারীতে এক চিকিৎসক সহ নতুন করে পাঁচজন করোনা পজেটিভ
https://www.obolokon24.com/2020/07/corona_57.html
নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী জেলায় নতুন করে পাঁচজনের শরীরে করোনা পজেটিভ এসেছে। আজ সোমবার(২৭ জুলাই/২০২০) রাত ৯টায় সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে প্রাপ্ত রির্পোটে পাঁচজন করোনা পজেটিভদের মধ্যে নীলফামারী মেডিকেল কলেজের ডাঃ আসাদ আলী, ডোমার উপজেলায় মৌজাপাঙ্গা আর্দশপাড়ার মাসুদ ইসলাম(২১), বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী গ্রামের নাছির উদ্দিন(২৭), সৈয়দপুর উপজেলার নিউ বাবু পাড়া জাকিয়া মহল্লার চঞ্চল কুমার রায় (৪২) ও জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়া ভিজা গ্রামের রাহিনুর ইসলাম(৩২)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় করোনায় মোট আক্রান্ত ৬৩১ জনের মধ্যে সদরে ২৮৯ জন, ডোমার উপজেলায় ৫৫ জন, ডিমলা উপজেলায় ৬৪ জন, জলঢাকা উপজেলায় ৯৫ জন, কিশোরীগঞ্জ উপজেলায় ৪২ জন ও সৈয়দপুর উপজেলায় ৮৫ জন রয়েছেন। নীলফামারী উত্তরা ইপিজেডে ৫৫ জন চীনা নাগরিক সহ এ পর্যন্ত উত্তরা ইপিজেডে করোনা আক্রান্ত হয়েছে ৯৯জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৬৫ জন, চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন, এরমধ্যে ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছে ৩৪ জন, মারা গেছেন ২ নারীসহ ৯ জন। মারা যাওয়া নয়জনের মধ্যে নীলফামারী সদরে এক নারীসহ তিনজন, জলঢাকা উপজেলায় এক নারীসহ দুজন, কিশোরীগঞ্জ উপজেলায় একজন ও সৈয়দপুর উপজেলায় তিনজন রয়েছেন। #