নীলফামারীতে পৌর মেয়র সহ নতুন করে আরও ৪১ জন করোনা আক্রান্ত

নীলফামারী প্রতিনিধি॥
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, একই পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অহিদুল হক সহ নতুন করে আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আজ রবিবার সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করে জানান গত ২৪ ঘন্টার নমুনার রির্পোটে এ তথ্য পাওয়া গেছে। 
নতুন আক্রান্তদের মধ্যে নীলফামারী সদরে ১৪জন, সৈয়দপুর উপজেলায় ১২জন, জলঢাকা উপজেলায় ৭জন, কিশোরীগঞ্জ উপজেলায় ৫জন, ডোমার উপজেলায় দুইজন ও ডিমলা উপজেলায় একজন। 
সূত্র মতে, নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৪০৭ জন । এর মধ্যে সদরে রয়েছেন ১৩৭ জন, জলঢাকা উপজেলায় ৭৯ জন, ডিমলা উপজেলায় ৫২ জন, সৈয়দপুর উপজেলায় ৫৩ জন, ডোমার উপজেলায় ৪২ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৪ জন রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ২৯৩ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ১ নারীসহ ৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৫ জন। এ পর্যন্ত নমুনা প্রেরণ করা হয় ৩ হাজার ৫৭৫ জনের। রির্পোট পাওয়া গেছে ৩ হাজার ৪৪৪ জনের। নমুনা রির্পোটে অপেক্ষমান ১৩১ জনের। # 

পুরোনো সংবাদ

হাইলাইটস 6045724255717997310

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item