জলঢাকায় স্বাস্থ্যকর্মীসহ ৭ জনের দেহে করোনা পজেটিভ

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা উপজেলায় শনিবার  (৪ জুলাই) ঢাকা ল্যাবের নমুনা পরীক্ষায় নতুন করে ২ জন স্বাস্থ্যকর্মীসহ ৩ জনের দেহে করোনা পজেটিভ ধরা পরেছে। এর আগে গতকাল শুক্রবার ঢাকা ল্যাবের নমুনা পরীক্ষায়  নতুন করে আরো ৪ জনের দেহে করোনা পজেটিভ ধরা পরে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঢাকা ল্যাব থেকে আসা নমুনা টেস্টে নতুন করে এই ৪ জনের শরীরে  করোনা পজেটিভ আসে। তারা ২১ জুন নমুনা দিয়েছিল। এর মধ্যে পৌরসভার মাথাভাঙ্গায় ২ জন, কাঠালী ইউনিয়নের  দেশিবাঈ এলাকায় ১জন ও কৈমারি ইউনিয়নের  মৌয়ামারি এলাকায় ১ জন। এদিকে আজ শনিবার বিকেলে ঢাকা ল্যাবের নমুনা টেস্টে জলঢাকা হাসপাতালের ২ জন স্বাস্থ্যকর্মী ও গ্রামীন ব্যাংকের ১ জন এনজিওকর্মীসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়। তারা ২৮ জুন নমুনা দিয়েছিল। এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫ জন। এর মধ্য ২ জন মারা গেছে।

পুরোনো সংবাদ

হাইলাইটস 3362093231513420483

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item