চন্দনপাটে এরশাদের মৃত্যু বার্ষিকীতে জাপা ও ছাত্র সমাজের খাবার বিতরণ

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ
যথাযোগ্য মর্যাদায় ও সামাজিক দূরত্ব বজায় রেখে, দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন শাখা জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজ এর যৌথ উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মাদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী । এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার (১৪ই জুলাই) বাদ আছর লাহিড়ীরহাটে দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় মিলাদ দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাবার বিতরণ। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, জাতীয় পার্টির জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আশরাফুল হক জবা, যুগ্ন শিক্ষা বিষয়ক সম্পাদক ও সদস্য সচিব আশিকুর জামান আসলাম, যুগ্ন আহ্বায়ক সোবহান মুজিব বিদ্যুৎ, সদর উপজেলা জাতীয় পার্টির ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আসাদুজ্জামান টিটু, সদস্য সচিব গোলাম মোস্তফা, জাতীয় পার্টির চন্দনপাট ইউনিয়ন শাখার সদস্য সচিব মাসুদ রানা, সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন প্রামাণিক, জাতীয় ছাত্র সমাজের ইউনিয়ন আহ্বায়ক আসাদুজ্জামান মানিক, সদস্য সচিব আরাফাত সানি, যুগ্ন আহ্বায়ক মাইদুল ইসলাম, জাতীয় মহিলা পার্টির ইউনিয়ন সভাপতি রাহেনা বেগম, সাধারন সম্পাদক জোবেদা ইয়াসমিন সুমা, জাতীয় যুব সংহতির ইউনিয়ন সভাপতি আবু আসলাম ও যুব নেতা হাবিবুর রহমান হাবিব সহ জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড জাতীয় পার্টি,জাতীয় ছাত্র সমাজ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক   আশরাফুল হক জবা, গণমাধ্যম কর্মী ও স্থানীয় বিশিষ্টজনদের উদ্দেশ্যে বলেন, প্রয়াত রাষ্ট্রপতি এরশাদ স্যার, আমাদের অহংকার এবং বাংলা, বাঙ্গালী জাতির গৌরব। তার শাসনামলে উপজেলা পরিষদ, উপজেলা আদালত, ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতে খেটে খাওয়া দিনমজুর, নিম্ন মধ্যবিত্ত মানুষদের ন্যায় বিচারের পথ সৃষ্টি করে তিনি বিশ্বব্যাপী আলোচিত হয়েছেন। এরশাদ স্যারের নয় বছরের শাসনামলে ধান, পাট, তামাক, গম, সরিষা সহ নানা মৌসুমী শস্য চাষাবাদ করে আমাদের দেশের কৃষকরা অর্থনৈতিক ভাবে লাভবান ও স্বাবলম্বি হয়েছেন। সেজন্য নিঃসন্দেহে এরশাদ স্যারের শাসন আমলকে স্বর্ণ যুগ বলা যেতে পারে। তাই এরশাদ স্যারের আদর্শ ও তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনকে বুকে ধারণ করে জাতীয় পার্টিকে পূণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে জাতীয় পার্টি, জাতীয় ছাত্র সমাজ সহ সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে। 

পুরোনো সংবাদ

রংপুর 1262361744591407849

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item