আটোয়ারীতে কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের মতবিনিময় সভা


আবু তৌহিদ, (আটোয়ারী)পঞ্চগড়ঃ

 পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের মতবিনিময় সভা ও উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে আটোয়ারী প্রেসক্লাব মিলনায়তনে আলোয়াখোয়া আদর্শ কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ দয়ানন্দ বর্মনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো: জিল্লুর হোসেন, সাধারন সম্পাদক দিলীপ কুমার সরকার। 
অন্যান্যের মধ্যে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো: সুলতান মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈকত সাহরিয়ার, তথ্য বিষয়ক সম্পাদক মো: মাহমুদুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন। 
বক্তারা বলেন, চলমান কভিট-১৯ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় জেলার বিভিন্ন কিন্ডার গার্ডেনের শিক্ষক সমাজ মানবেতর দিনযাপন করছেন। এ অবস্থায় তাঁদের সংসার চালানো অত্যন্ত কষ্টের ব্যাপার হয়ে দাড়িয়েছে মর্মে সরকারের সহযোগিতা লাভের অনুরোধ করেন। 
আলোচনা শেষে নিতিশ চন্দ্র বর্মন কে আহবায়ক এবং দয়ানন্দ বর্মনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 413888360552376574

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item