পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত
https://www.obolokon24.com/2020/07/blog-post_81.html
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রলি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নওশাদ আলী (২৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের এলিট ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নওশাদ পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বড়কামাত এলাকার জজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নওশাদ মোটরসাইকেল যোগে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলো। ওই এলাকায় পৌঁচ্ছালে বিপরীত দিক আসা একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বোদা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল কাদির জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।