কিশোরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৫ টি পরিবাবের নগদ টাকা ও ঢেউটিন বিতরন
https://www.obolokon24.com/2020/07/blog-post_8.html
কিশোরগঞ্জ(নীলফামারী) সংবাদদাতা: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২ে৫টি পরিবারের মাঝে ছয় হাজার টাকার চেক ও দুই বান্ডিল করে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এসব ঢেউটিন বিতরণ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী মজিদুল হক উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী আবু সাঈদ, মনোয়ার হোসেন সাংবাদিক প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী আবু সাইদ জানান, ২০১৮ -১৯ অর্থবছরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৫টি পরিবারকে বিনামূলে নগদ ৬ হাজার করে টাকার চেক দুই বান্ডিল করে ঢেউটিন বিতরন করা হয়েছে। ২৫ জনের মধো গাড়াগ্রাম ইউনিয়নে ১৭ জন, কিশোরগঞ্জে ৪ জন, মাগুড়ায় ৩জন এবং বাহাগিলিতে ১ জন।