কুড়িগ্রামে গত ৪৮ ঘণ্টার ব্যবধানে আক্রান্ত ৫৫ জন
https://www.obolokon24.com/2020/07/blog-post_79.html
কুড়িগ্রামে গত ৪৮ ঘন্টার ব্যবধানে নতুন করে আরও ৫৫ জন করোনা ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় রংপুর পিসিআর ল্যাব থেকে পাওয়া ফলোআপ রিপোর্টসহ ২৫ টি ফলাফলের মধ্যে ৬ জনের নমুনার রেজাল্ট পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে উলিপুরে ২ জন এবং চিলমারী উপজেলায় ৪ জন রয়েছে।
এছাড়াও শনিবার সকালে “ইনস্টিটিউট অব এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ ‘(আইইডিসিআর) থেকে নতুন আরও ৪৯ জনের পজেটিভ ফলাফল আসে। এদের মধ্যে চিলমারী উপজেলায় ১৩ জন, উলিপুর উপজেলায় ৩ জন, কুড়িগ্রাম সদর উপজেলায় ১১ জন, জেনারেল হাসপাতালে ২ জন, নাগেশ্বরী উপজেলায় ৫ জন, ভুরুঙ্গামারী উপজেলায় ২ জন, ফুলবাড়ী উপজেলায় ৪ জন, রাজীপুর উপজেলায় ৪ জন, রাজারহাট উপজেলায় ১জন এবং রৌমারী উপজেলায় ৪ জন রয়েছে।