পঞ্চগড়ে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু
https://www.obolokon24.com/2020/07/blog-post_78.html
পঞ্চগড়ের সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে কুলসুম বেগম নামে ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাড়ালো ৪ জনে।
আজ বুধবার (৮ জুলাই) বেলা ১২ টায় পঞ্চগড় শহরের রাজনগড় এলাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যায়।
মৃত কুলসুম বেগম নামে ওই নারী পঞ্চগড় শহরের রাজনগড় এলাকার ইসমাঈল হোসেন খোকনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।
জেলা স্বাস্থ্য বিভাগ জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই নারীর ছেলের কয়েকদিন আগে করোনা শনাক্ত হলে পরে স্বাস্থ্য বিভাগ তাদের বাড়ির সবার গত ২ জুলাই নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করলে গত শনিবার (৪ জুলাই) রাতে ওই নারীর নমুনার রিপোর্ট পজেটিভ আসে।
পরে স্বাস্থ্য বিভাগ ওই নারীর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে তাকে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করে।
আজ বুধবার ওই নারী চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মারা যান।