দেবীগঞ্জে দুটি মালিক বিহীন গরু উদ্ধার
https://www.obolokon24.com/2020/07/blog-post_70.html
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ২টি মালিক বিহীন গরু উদ্ধার করা হয়েছে। গত ৩০-০৬-২০২০ইং বিকালে উপজেলার ১নং চিলাহাটী ইউনিয়ন পরিষদের সামনে থেকে গরু দুটি উদ্ধার করা হয়। বর্তমানে গরু দুটি ওই ইউনিয়নের আয়নাল হকের খোয়াড়ে রাখা হয়েছে।
দেবীগঞ্জ থানার এসআই মোঃ গোলজার হোসেন জানান গত ৩০-০৬-২০২০ইং মঙ্গলবার বিকালে চিলাহাটী ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২টি গরু মালিক বিহীন অবস্থায় পাওয়া গেছে এমন সংবাদের ভিত্তিতে সেখান থেকে গরু দুটি উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ থানার ওসি মোঃ রবিউল হাসান সরকার বলেন মালিক বিহীন অবস্থায় গরু দুটি পাওয়া গেছে এমন সংবাদের ভিত্তিতে সেখান থেকে গরু দুটি উদ্ধার করা হয়। দেবীগঞ্জ থানায় জিডি করা হয় যাহার নং ১৩২৫।
সব কিছু যাচাই করে প্রকৃত গরুর মালিক যদি পাওয়া যায় তাহলে বিধি মোতাবেক মালিকের হাতে গরু দেয়া হবে। #