ডোমার পৌরসভায় ভিজিএফ কার্ডের চাউল বিতরণ
https://www.obolokon24.com/2020/07/blog-post_49.html
নীলফামারীর ডোমার পৌরসভায় ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ করা হয়েছে।
রোববার (২৬জুলাই) সকাল ৯টায় ছোট রাউতা এলাকায় বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।
পৌর এলাকার সকল কাউন্সিলরদের কাছে ১৫টন ৪শত কেজি চাউল বন্ঠন করেন তিনি। ৯ কাউন্সিলর ৩জন সংরক্ষিত কাউন্সিলর ও মেয়রসহ তাদের তালিকা ভুক্ত ১হাজার ৫শত ৪০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এ সময় ট্যাগ অফিসার হিসাবে, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, হলহলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক মানিকসহ সকল কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।