নীলফামারীতে ছাত্রমেস ভাড়া মওকুফ করার দাবিতে ছাত্রলীগের স্মারকলিপি প্রদান
https://www.obolokon24.com/2020/07/blog-post_37.html
নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী সকল ছাত্র মেস ভাড়া মওকুফ করার দাবিতে ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন নীলফামারী জেলা ছাত্রলীগ। আজ বুধবার বেলা ১১টায় সামাজিক দূরত্ব বজায় রেখে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী বরাবর স্মারকলিপি দেন নীলফামারী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন রিন্টু, সমাজ সেবা বিষয়ক সম্পাদক সাগর শাহরিয়ার, মানব সম্পদ বিষয়ক উপ-সম্পাদক রাজিব রায়, উপ কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক নাসিম হোসেন, উপ গণযোগাযোগ সম্পাদক তুষার ইমরান, ছমিরউদ্দিন কলেজ ছাত্রলেিগর সাধারন সম্পাদক সোহান, টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।
স্মারকলিপিতে ছাত্রমেস ভাড়া মওকুফ করার জন্য মেস মালিকদের সাথে সমঝোতার বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানান তারা। #