শোক সংবাদ-প্রবীন শিক্ষক আব্দুল ওহাব
https://www.obolokon24.com/2020/07/blog-post_30.html
নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর জলঢাকা পৌর এলাকার কাজীরহাট গ্রামের প্রবীন শিক্ষক আব্দুল ওহাব (৭৫) হৃদ রোগে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার(৩০ জুলাই/২০২০) বিকেল ৪টার দিকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন।
আগামীকাল শুক্রবার(৩১ জুলাই/২০২০) সকাল ৯টায় জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ও সকাল সারে ১০টায় কাজীরহাট গ্রামে পারিবারিক কবরস্থানে দ্বিতীয় দফায় জানাজা শেষে সেখানে দাফন সম্পন্ন করা হবে। আব্দুল ওহাব জলঢাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক, এবং জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একটানা দীর্ঘ ৪০ বছর ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন। তিনি জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগ সদস্য আব্দুল ওয়াহেদ বাহাদুরের বড়ভাই।