পাগলাপীরে ব্রীজসংলগ্ন সড়কের পাড় ভেঙ্গে মরন ফাঁদ সৃষ্টি


হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে লাহিড়ীরহাট-শ্যপমপুর-বদরগঞ্জ সড়কের পাগলাপীরের তেলীপাড়া ব্রীজ সংলগ্ন সড়কের পাড় ভেঙ্গে মরন ফাঁদ সৃষ্টি হয়েছে। ফলে সড়কটিতে চলাচল রত বিভিন্ন যানবাহনের  চালক,পথচারী সহ পাগলাপীরে বিভিন্ন মহল আশংখা করছেন যে কোন মুহুর্তে বাস,কোচ, ট্রাক, কার-মাইক্রো , অটো,সিএনজি সহ নান যানবাহন উল্টে বড় ধরনের দূর্ঘটনায় প্রানহানী ঘটতে পারে। ইতিপূর্বে জাতীয় স্থানীয় ও অনলাইন সহ বিভিন্ন পত্র পত্রিকায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলেও প্রশাসন কোন উদ্যোগ  নেয়নি।জানাগেছে লাহিড়ীরহাট-শ্যামপুর-বদরগঞ্জ সড়কের পাগলাপীরের তেলীপাড়া ক্যানেলের ব্রীজ সংলগ্ন বাম পার্শ্বে বৃষ্টির পানির স্রোতে সড়কের পাড়ি ভেঙ্গে গর্ত সৃষ্টি হয়েছে। সংস্কারের অভাবে সেই গর্তটি বর্ষা  মৌসুমে বৃষ্টিপাতের পানির স্রোতে বিশাল আকৃতির গভীর হওয়া এমন মরন ফাঁদ সৃষ্টি হওয়ায় প্রানহানীর আশংখায় জনমনে বিরাজ করছে আতঙ্ক। এলাকাবাসী  প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 7816987656902905925

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item