পাগলাপীরে অটো উল্টে চালকসহ দশ যাত্রী আহত

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ
রংপুরের পাগলাপীরে সড়কের খাদে অটো উল্টে চালকসহ দশ যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার (১২ই জুলাই) রাত ৮টায় পাগলাপীর-ডালিয়া-বুড়িমারী সড়কের পাগলাপীর বন্দরের রানা হার্ডওয়্যারের দোকানের সামনে এ দূর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দূর্ঘটনার শিকার চালক আব্দুল হামিদ পারেরহাট বাংলাবাজার হতে তার অটোয় করে যাত্রী নিয়ে পাগলাপীর বন্দর আসার পথে উক্ত স্থানে বিপরীত জলঢাকা-ডালিয়ামূখী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটো গাড়ীটি উক্ত সড়কের কার্পেটিং, পাথর, খোয়া উঠে যাওয়া গর্তে উল্টে যায়। এ ঘটনায় চালকসহ যাত্রীরা হুড়াহুড়ি করে সড়কে ছিঁটকে পরে হাত,পা ও বুকে প্রচন্ড আঘাত পায়। আবার কারও কারও কপাল ও মাথা ফেঁটে গুরতর জখম হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাগলাপীরের বিভিন্ন ডাক্তারখানায় চিকিৎসা সেবা প্রদান করেন। তবে গুরুতর জখম ব্যক্তিদের সুচিকিৎসার জন্য তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

পুরোনো সংবাদ

রংপুর 1894487889343968026

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item