নীলফামারী নতুন করে ২ জন করোনা পজেটিভ


নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী জেলায় নতুন করে এক নারী সহ দুই জনে করোনা পজেটিভ হয়েছে। আজ বুধবার(৮ জুলাই/২০২০) সন্ধ্যা ৭টায় সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে গত ২৪ ঘন্টার নমুনার রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।
নতুন করোনা পজেটিভের মধ্যে নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের পূর্ব গুড়গুড়ি গ্রামের একজন নারী ও ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের দক্ষিণ মটুকপুর গ্রামের একজন।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, আজ বুধবার পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২৫ জন। এর মধ্যে সদরে রয়েছেন ১৫০ জন, জলঢাকা উপজেলায় ৭৯ জন, সৈয়দপুর উপজেলায় ৬৫ জন, ডিমলা উপজেলায় ৫২ জন, ডোমার উপজেলায় ৪৩ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৬ জন রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ৩১৮ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ১ নারীসহ ৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮৫ জন।

পুরোনো সংবাদ

হাইলাইটস 1026486526394951710

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item