পঞ্চগড়ে শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
https://www.obolokon24.com/2020/07/blog-post_12.html
পঞ্চগড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও অসহায় গরীব নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে এডিপি’র অর্থায়নে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও অসহায় গরীব নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে সিলিং ফ্যান ও অসহায় গরীব নারীদের মাঝে সেলাই মেশিন তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ও সদর উপজেলার নির্বাহী অফিসার গোলাম রব্বানী।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল-তারিক, মহিলা ভাইস চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা মো. সাইফুল ইসলাম প্রামাণিক, যুব উন্নয়ন অফিসার আওলাদ হোসেন বাবু প্রমুখ।