সৈয়দপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
https://www.obolokon24.com/2020/07/blog-post_11.html
আওয়ামী মৎস্যজীবী লীগ নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কস্থ শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে একটি ফলজ গাছের চারা রোপন করে কর্মসূচির শুভ উদ্বোধন করে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, আওয়ামী মৎস্যজীবী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি জুয়েল সরকার, সাধারণ সম্পাদক এস. এম আহসান কবীর বিপ্লব, সৈয়দপুর পৌর শাখার সভাপতি মো. ঈশা মিঠু ও সাধারণ সম্পাদক মামুন তালুকদার, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাহিম আলম মিতুল প্রমূখ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ফলজ এবং ওষুধী গাছের চারা রোপন করা হয়েছে।