সৈয়দপুরে নৈশকোচের চাপায় এক বৃদ্ধা নিহত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 নীলফামারীর সৈয়দপুরে দূরপাল্লার নৈশকোচের চাপায় রোকেয়া বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে শহরের উপকন্ঠে ওয়াপদা নয়াহাট এলাকায় সৈয়দপুর-নীলফামারী সড়কে এ দূর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রায় দুই ঘন্টা সৈয়দপুর-নীলফামারী সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুদ্ধ এলাকাবাসী। এ সময় সড়কের উভয়ে পাশে শত শত বিভিন্ন যানবাহন আটকা পড়ে। পরে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 জানা গেছে, সৈয়দপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকার মৃত. সফি উদ্দিনের স্ত্রী রোকেয়া বেওয়া। ঘটনার দিন রাত আনুমানিক সোয়া ৯ টার দিকে বৃদ্ধা রোকেয়া বেওয়া সৈয়দপুর-নীলফামারী সড়ক পার হচ্ছিলেন। এ সময় নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী দূরপাল্লার একটি দ্রুতগামী নৈশ কোচ বৃদ্ধা রোকেয়া বেওয়া চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।  ঘটনার পর পরই সৈয়দপুর-নীলফামারী সড়কে অবরোধ সৃষ্টি করেন এলাকার বিক্ষুদ্ধ লোকজন। এতে সড়কের উভয় পাশে শত শত বিভিন্ন যানবাহন আটকা পড়ে। পরে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 দূরপাল্লার নৈশ কোচের চাপায় এক বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান। তিনি জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় থানার জিডিমূলে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4030788981305374412

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item