ডোমারে সুমন হত্যা মামলার ৪ পলাতক আসামী গ্রেফতার


নীলফামারী প্রতিনিধি॥ মরিচ চাষী সুমন (২৪) হত্যা মামলার প্রধান আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ। আজ শুক্রবার(২৪ জুলাই/২০২০) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, রাকিব হোসেন(২২), খায়রুল ইসলাম(১৬), সুলতান উদ্দিন(৫০), রুপিয়া বেগম(৪২)। তারা সম্পর্কে বাবা-মা ও দুই ছেলে। তাদের বাড়ি জেলার ডোমার উপজেলা গোমনাতি ইউনিয়নের মিয়ার উদ্দিন মাস্টার পাড়া গ্রামে।
চলতি বছরের ২৮ এপ্রিল ডোমার উপজেলার গোমানাতি এলাকায় দুই পক্ষের মারামারি ঠেকাতে যায় মরিচ চাষী সুমন। এ সময় প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে সুমনের মাথায় ও শরীরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সুমনের বাবা হারুন-অর রশীদ ১৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, সুমন হত্যা মামলার ১৪ জন আসামীর মধ্যে ইতোপূর্বে চার জনকে গ্রেফতার করা হয়। বাকি আসামীরা পলাতক ছিল। গোপন সংবাদে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার তিলকপুর ইউনিয়নে চারজন আসামীর অবস্থান জানা যায়। গতকাল বৃহস্পতিবার(২৩ জুলাই) রাতে আক্কেলপুর থানা পুলিশের সহযোগীতায় ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় সঙ্গিয় ফোর্স তাদের গ্রেফতার করে। তিনি বলেন, এ পর্যন্ত ৮ জন আসামী গ্রেফতার হলো। অভিযান চলছে বাকী পলাতক ৬ আসামীকে গ্রেফতার করা সম্ভব হবে।

প্রকাশ্যে থাকছে যে, এ ঘটনায় অবলোকনে “ ডোমারের দুই পাড়ার যুবকদের ঝগড়া থামাতে গিয়ে মরিচ চাষীকে পিটিয়ে হত্যা  “ শিরোনামে সংবাদ প্রকাশ পায়।

পুরোনো সংবাদ

নীলফামারী 8510652172038482087

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item