ডোমারে ৫ গাঁজাসেবীর ভ্রাম্যমান আদালতে ৩ মাসের জেল।


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ৫জন গাঁজাসেবীকে ভ্রাম্যমান আদালতে ৩মাসে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
বৃহস্পতিবার (২৩জুলাই) দুপুরে ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ও সঙ্গীয় ফোর্স ডোমার কৃষি ব্যাংকের পিছন থেকে গাঁজা সেবন কালে তাদের আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়ার রবিউল ইসলামের ছেলে শাকিব ইসলাম (১৮), পৌর এলাকার সাহাপাড়ার মৃত মনোরঞ্জন ভৌমিকের ছেলে কাঞ্চন ভৌমিক (৩৪), চিকনমাটি ধনীপাড়ার শামসুল হকের ছেলে জাকির হোসেন (১৯), একই এলাকার হাবিল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (১৮) ও পূর্ব চিকনমাটি বসতপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে রহিত বর্ষন (১৮)। তাদেরকে ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেনের কাছে হাজির করলে, তিনি ভ্র্যাম্যমান আদালত বসিয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬এর টেবিলের- ১ ধারা মোতাবেক ৩ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন। 
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ডোমারকে মাদক মুক্ত করার জন্য জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে, এলাকায় মাদক নিমূল না হওয়া পর্যন্ত আমাদের ্এ অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিকালে জেলা কারাগারে পাঠানো হয়।
#

পুরোনো সংবাদ

নীলফামারী 5179388161185212257

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item