নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোবাইক চালকের মৃত্যু
https://www.obolokon24.com/2020/07/Death_22.html
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জিত কুমার রায় (৩৫) নামে এক অটোবাইক চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার(২২ জুলাই/২০২০) বিকালে সদর উপজেলার রামনগর ইউনিয়নের শিয়ালডাঙ্গা নামক স্থানে ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে। এলাকাবাসী জানায়, বিকালে নিজ বাড়িতে অটোবাইকের ব্যাটারী চার্জ দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন অটোবাইক চালক সঞ্জিত কুমার রায়। এসময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।