ডোমারে দুই শিশু ধর্ষন॥ ইমাম গ্রেফতার
https://www.obolokon24.com/2020/07/D.html
নীলফামারী প্রতিনিধি॥ দুইশিশুকে ধর্ষণ করার অভিযোগে নীলফামারীর ডোমার উপজেলায় আলী আকবর (৫৬) নামের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার(৪ জুলাই/২০২০) রাত ১১টার দিকে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নওদাবস গ্রাম থেকে ডোমার থানা পুলিশ গ্রেফতার করে। আজ রবিবার(৫ জুলাই/২০২০) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নওদাবস এলাকার একটি মসজিদের ইমাম আলী আকবর। প্রতিদিন সকালে তিনি এলাকার শিশুদের মসজিদের ভেতরে আরবী পড়ান। গতকাল শনিবার সকালে অন্যান্য শিশুদের ছুটি দিয়ে ১১ বছরে দুই শিশুকে রেখে দিয়ে তার রুমে নিয়ে যায়। এরপর তাদের ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষন করে। শিশু দুইটি বাড়ি ফিরে এসে তাদের পরিবারকে জানায়। বিষয়টি গ্রামবাসী কৌশল অবলম্বন করে সারা দিন চুপ ছিল। রাতে এশার নামাজ শেষে এলাকাবাসী ডোমার থানায় গিয়ে অভিযোগ দিলে রাতেই পুলিশ ওই ঈমামকে গ্রেফতার করে।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ধর্ষিতা শিশুদের নীলফামারী সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।